
বিদেশে যাওয়ার সময় যাত্রাপথে করণীয়সমূহ | Things to do while traveling abroad
প্রথমবার বিদেশ গমনের সময় পূর্ব অভিজ্ঞতা না থাকায় অনেক সময় কিছু ভূল হয়ে যায় এবং ক্ষেত্রবিশেষে তা মারাত্মক সমস্যার সৃষ্টি হয়ে যায়। তাই বিদেশ গমনের পূর্বে আমাদের নিরাপদ ভ্রমণের নীতিগুলো জানতে হবে।
বিদেশ যাওয়ার পূর্বে আপনি প্রথমে একটি লিস্ট তৈরি করুন, ধাপে ধাপে আপনাকে যা যা করতে হবে তা লিপিবদ্ধ করে রাখুন । বিমান ছাড়ার কমপক্ষে তিন ঘন্টা আগে বিমান বন্দরে এসে উপস্থিত হউন। গুরুত্বপূর্ণ কাগজপত্র কখনো বড় লাগেজ বা বুকিং বুকিং এ দিবেন না। ক্যারি-অন ব্যাগ বা যে ব্যাগটি বিমানে নিজের সাথে রাখবেন সেখানে টাকা-পয়সা, গহনা, ভ্রমন ও চাকুরী সংক্রান্ত কাগজপত্র রাখুন । চেক-ইন ব্যাগ বা যে ব্যাগটি বিমানে দেবেন, সে ব্যাগ ওজন করবেন এবং ২০ কেজি ওজনের মধ্যে সীমাবদ্ধ রাখুন । অধিকতর নিরাপত্তার স্বার্থে আপনার ব্যাগটি দড়ি বা প্যাকিং টেপ দিয়ে শক্ত করে বেধে নেবেন, যাতে যাত্রাকালীন সময়ে ব্যাগ ছিঁড়ে না যায় এবং • প্রতিটি ব্যাগে নাম, ঠিকানা ও ফোন নাম্বার লিখে রাখবেন।
অপরিচিত ব্যক্তির দেয়া কোন জিনিসই বহন করবেন না বা অপরিচিত ব্যক্তির দেয়া কোন খাওয়া পান করা থেকে বিরত থাকুন। । বিমান বন্দরে কখনোই ধারালো বস্তু, যেমন- ব্লেড, কাঁচি, ছুরি ইত্যাদি যা সিকিউরিটি চেকের সময় ধরা পড়ে এবং ফেলে দেয়া হয় । ফ্লাইটে নিষিদ্ধ কোনো জিনিস ব্যাগে নেয়া যাবে না, যেমন- আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরকজাতীয় পর্দাথ, আগুন ধরে এমন তরল পর্দাথ (লাইটার),নিষিদ্ধ মাদক ও ড্রাগ, দুর্গদ্ধ বের হয় এমন পদার্থ- যেমন: মাংস, দুধ, ডিম ও অন্যান্য পোল্ট্রিজাতীয় খামার, ফুল, ফল, সবজি, পান, গুল, সাদাপাতা ইত্যাদি। এয়ারপোর্ট অঞ্চল এবং বিমানের ভিতরে আপনার আচরণ স্বাভাবিক রাখুন। বিমানের মধ্যে মোবাইল ফোন ব্যবহারে ফ্লাইটের নীতিমালা অনুসরণ করুন । বিমানের ভিতরে কোন অসুবিধা হলে বা বিমানে আপনার আসন খুঁজে না পেলে বিমানের স্টাফদের জিজ্ঞেস করুন।
ইমিগ্রেশনের সময় করণীয়
What to do during immigration
বিদেশ গমনের সময় এয়ারপোর্টে যে ধাপগুলো অনুসরণ করতে হয় তার মধ্যে ইমিগ্রেশন অন্যতম। ইমিগ্রেশনে আপনাকে বিভিন্ন রকম প্রশ্ন করা হবে, মোটেও ঘাবড়ানোর চেষ্টা করবেন না ও সকল প্রশ্নের সঠিক উত্তর প্রদান করুন। ইমিগ্রেশন কাউন্টারে প্রার্থীর পাসপোর্ট, ভিসা, জনশক্তি ব্যুরোর ছাড়পত্র ইত্যাদি পরীক্ষা করে সঠিক থাকলে কেবল পাসপোর্ট সিলমোহর করে প্রার্থীকে ভেতরে প্রবেশ করার অনুমতি দেয়া হয় এবং সেখানে বিমানে আরোহণের পূর্ব পর্যন্ত অপেক্ষা করতে হবে। স্বাভাবিকভাবে আপনাকে সাধারণ যাত্রীর লাউঞ্জে বসে অপেক্ষা করতে হবে। আপনার যদি কোন ব্যাংকের ক্রেডিট কার্ড হোল্ডার হয়ে থাকেন বা আপনার জন্য যদি কোন এয়ার লাউঞ্জে অ্যাক্সেস নেওয়ার অনুমতি থাকে তাহলে সেটি ব্যবহার করতে উক্ত সময়টুকু আরামদায়ক ভাবে পার করতে পারবেন।
বিমান আপনার গন্তব্য স্থানে পৌঁছানোর পর উক্ত দেশের এয়ারপোর্টে ইমিগ্রেশনের সামনে লাইন দিয়ে দাঁড়ান ও আপনার পাসর্পোট, ভিসা, ইমিগ্রেশন/ডিসএম্বারকেশন ও কাষ্টমস ফরমসহ তৈরী থাকুন । অফিসার আপনার পাসপোর্টে ওই দেশে গমনের তারিখসহ সিল দিয়ে দেবে। পরবর্তী ধাপে ব্যাগেজ সংগ্রহের জন্য কনভেয়ার বেল্টের সামনে দাঁড়ান। কনভেয়ার বেল্টের ওপর আপনার ফ্লাইট নাম্বার দেয়া থাকবে, সেটা খেয়াল করুন। ব্যাগেজ সংগ্রহের পর কাষ্টমসে আপনার কাষ্টমস ডিক্লারেশন ফরম দিন ও যদি কাষ্টমস অফিসার চায় তাহলে আপনার ব্যাগ খুলে দেখান। সাবধান এখানে তর্ক করার চেষ্টা করবেন না ।
দুর্ভাগ্যবশত আপনার ব্যাগেজ যদি হারিয়ে যায় বা বেল্টে ব্যাগ না পাওয়া গেলে সাথে সাথে এয়ারলাইন্স কর্তৃপক্ষকে জানান এবং ক্লেইম ফরম পূরণ করুন। প্রয়োজনে তথ্যকেন্দ্রের সহায়তা নিন । এয়ারলাইন্স আপনার ব্যাগ খুঁজে বের করে আপনার চুড়ান্ত গন্তব্যে যোগাযোগ করবে এবং আপনার হারানো ব্যাগ আপনাকে পৌছে দেয়া হবে। যদি ব্যাগটি পাওয়া যায় তাহলে টিকেটে উল্লিখিত নীতিমালা অনুযায়ী আপনাকে ক্ষতিপূরণ দেয়া হবে।
বিদেশ
গমনের পূর্বে আর্থিক নিরাপত্তায় করণীয় সর্ম্পকে জানতে এখানে ক্লিক করুন.......
প্রবাসী কর্মী এবং তাঁদের পরিবারের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য কল করুন প্রবাসীদের সেবায় নিয়োজিত “প্রবাসবন্ধু কল সেন্টার” - এ । “প্রবাসবন্ধু কল সেন্টার” এর যোগাযোগ নম্বর পেতে এখানে ক্লিক করুন.........
► সকল ক্যাটাগরী ব্রাউজ করতে এখানে ক্লিক করুন... ⟲ |
এই আর্টিকেলের তথ্য ও বিষয়বস্তু পূর্ব-প্রকাশিত উৎস থেকে গৃহীত হয়েছে বা তার আলোকে সম্পাদিত হয়েছে। উক্ত তথ্যের দায়ভার কোনভাবেই আমাদের নয়। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন.......... All information and data used in this article collected from a pre-published source. We are not responsible for that information. Read details...... | |||
আপনার একটু সমর্থনই আমাদের এগিয়ে চলা ও আরও ভাল কিছু করার অনুপ্রেরণা যোগায়। আপনার মূল্যবান সমর্থনটি জানাতে ভিজিট করুন আমাদের সমাজিক যোগযোগের পেজগুলোতে ও লাইক, ফলো ও সাবস্ক্রইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ | |||
কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলুন। বিস্তারিত....... |
0 Comments: