ইমেইল বোম্বিং এর শিকার হলে করণীয় | How to Protect Yourself Against Email Bombing
ইমেইল বোম্বিং (email bombing) একটি সাইবার আক্রমণ টুলস্। ইমেইল বুম্বিং কে বলা যেতে পারে ইমেল বোমা। কিছু অসাধু চক্র ইন্টারনেট অপব্যবহার করে নির্দিষ্ট কোন ইমেইল লক্ষ্য করে একটি ঠিকানায় প্রচুর পরিমাণে ইমেল পাঠায় । ইমেইল বোম্বিং সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন......
ইমেইল বোম্বিং এর আক্রমণের শিকার হলে করণীয়
What to do if you are the victim of an email bombing
attack
·
ইমেইল বোম্বিং এর আক্রমণের শিকার হলে আপনার প্রথম
করণীয় হচ্ছে এই ইমেইল গুলো ওপেন করবেন না । কারণ, এই ইমেইল গুলোর সাথে প্রতারক চক্রের
কোন হ্যাকিং টুলস থাকতে পারেন যা দ্বারা আপনি পরবর্তীতে আরো ব্যাপক ক্ষতির সম্মুখীন
হতে পারেন ।
·
ইমেইল গুলো যদি আপনার ইনবক্সে আসে তাহলে সেখান
থেকে যেকোনো একটি ইমেইল টিক মার্ক করুন স্প্যাম ফোল্ডারে মুভ করুন। এরপর থেকে পরবর্তীতে
উক্ত ইমেইল থেকে যত ইমেইল করা হোক না কেন তা আপনার ইনবক্সে না এসে স্প্যাম বক্সে চলে
যাবে । এতে করে আপনার ইনবক্স আর সুরক্ষিত রাখতে পারবেন এবং ইনবক্সে অবশিষ্ট মেইলগুলো
ফিল্টারিং করে ডিলিট (Delete) করে দিন ।
·
আপনি যদি কোন প্রিমিয়াম ইমেইল সেবাপ্রদানকারীর
পরিষেবা ব্যবহার করে থাকেন এবং সেখানে যদি নির্দিষ্ট কোন ইমেইল ব্লক করার অপশন থেকে
থাকে তাহলে যে ইমেইল থেকে আপনাকে বোম্বিং করা হচ্ছে সেই ইমেইল কে ব্লক করে দিন ।
·
বোম্বিং অন্য কাউকে শেয়ার বা ফরওয়ার্ড করা থেকে
বিরত থাকুন ।
· আপনার অতি গুরত্বপূর্ণ ইমেইল সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে সর্বসাধারনের জন্য দৃশ্যমান না রাখাই উত্তম ।
আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন ।
► সকল ক্যাটাগরী ব্রাউজ করতে এখানে ক্লিক করুন..... ⟲ |
এই আর্টিকেলের তথ্য ও বিষয়বস্তু পূর্ব-প্রকাশিত উৎস থেকে গৃহীত হয়েছে বা তার আলোকে সম্পাদিত হয়েছে। উক্ত তথ্যের দায়ভার কোনভাবেই আমাদের নয়। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন.......... All information and data used in this article collected from a pre-published source. We are not responsible for that information. Read details...... | |||
আপনার একটু সমর্থনই আমাদের এগিয়ে চলা ও আরও ভাল কিছু করার অনুপ্রেরণা যোগায়। আপনার মূল্যবান সমর্থনটি জানাতে ভিজিট করুন আমাদের সমাজিক যোগযোগের পেজগুলোতে ও লাইক, ফলো ও সাবস্ক্রইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ | |||
কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলুন। বিস্তারিত....... |
0 Comments: