আর্থিক নিরাপত্তায় মোবাইল ও ইমেইল এর সুরক্ষা | Mobile and email protection for financial security
প্রযুক্তির উৎকর্ষতায় আমাদের হাতের মুঠোফোন যোগাযোগের অন্যতম একটি মাধ্যম । বিশেষ করে মোবাইল সংযোগ ও ইমেইল আমাদের যোগাযোগের একেবারেই প্রাইমারি সিস্টেম । কালের ক্রমান্বয়ে মোবাইল ও ইমেইল এখন শুধুমাত্র যোগাযোগের একটি মাধ্যমের ভিতরেই সীমাবদ্ধ নয়, বরং একজন ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রাইভেসি সুরক্ষার অন্যতম একটি মানদন্ড বা ভিত্তি হিসাবে ব্যবহত হচ্ছে এই প্রযুক্তিগুলি।
বিশ্বজুড়ে আমরা সবাই বর্তমানে একটি ব্যাংকিং নির্ভর সোসাইটি তে বসবাস করছি । আমরা আমাদের প্রত্যাহিক জীবনে কোনো না কোনোভাবে ব্যাংকের সাথে বা বিভিন্ন আর্থিক লেনদেন গুলোর সাথে সম্পৃক্ত হচ্ছি । আধুনিক ব্যাংকিং বা ফিনটেক সেবাগুলা এখন প্রায়ই মোবাইল ও ইমেইল ভিত্তিক হয়ে থাকে ।
আমরা যদি স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কিছু ব্যাংক/ফিনটেক কোম্পানিগুলোর দিকে লক্ষ্য করি তাহলে স্পষ্টভাবে দেখতে পাই তারা মোবাইল এবং ই-মেইল ভিত্তিক সেবা প্রদান করছে । যেমন, পেপাল, পেওনিয়ার, স্ক্রিল, নিটিলার, আইপে, ক্যাশবাবা, ডিমানি ইত্যাদি । উল্লেখিত কোম্পানীগুলো গ্রাহকের মোবাইল বা ইমেইল ঠিকানাকেই তাদের সিস্টেমে ইউনিক একাউন্ট নম্বর হিসাবে বিবেচনা করছে।
ব্যাংকিং খাতেও গ্রাহকের নিরাপত্তা রক্ষায় রয়েছে মোবাইল ও ইমেইল এর রয়েছে শক্তিশালী ব্যবহার। ইন্টারনেট ভিত্তিক ডিজিটাল ব্যাংকিং চ্যানেল বা ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে ব্যাংকিং লেনেদেনের জন্য মোবাইল ও ইমেইল ঠিাকানাতে ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে ব্যাংকগুলো তাদের গ্রাহকদের ভার্চূয়াল লেনদেনগুলোর সত্যতা যাচাই করছে।
ব্যাংকিং বা আর্থিক খাতে মোবাইল বা ইমেইল এর ব্যবহার এখানেই শেষ নয় । অনলাইনে বিভিন্ন সেবা গ্রহনের ক্ষেত্ত্রেও রয়েছে এর ব্যাবহার। ভার্চূয়াল জগতের বাহিরেও যে মোবাইলের ভূমিকা রয়েছে তা অস্বীকার করার কোন সুযোগ নেই। বিভিন্ন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে বর্তমানে সরাসরি সেবা গ্রহনের জন্যও যোগাযোগের মাধ্যমগুলো ব্যবহার করে গ্রাহকদের ট্রাকিং করছে ।
মোবাইল বা ই-মেইল অ্যাড্রেসের বর্তমান বিভিন্ন প্রকার আর্থিক পরিষেবা গ্রহণের ক্ষেত্রে যে ভূমিকা রাখছে, আমরা তার অতি সামান্য আলোচনা করেছি বাস্তবে এর পরিধি আরো ব্যাপক। আমাদের আজকের আলোচনার মূল বিষয়, যেহেতু মোবাইল সংযোগ এবং ইমেইল এড্রেস একদিকে যেমন আমাদের যোগাযোগের অন্যতম একটি মাধ্যম অপরদিকে এই যোগাযোগের মাধ্যমগুলোই আবার আমাদের ব্যক্তিগত সিকিউরিটি বা বিভিন্ন প্রকার আর্থিক সুরক্ষার অন্যতম একটি মাধ্যম ।
সুতরাং, আমাদের ব্যক্তিগত ও আর্থিক নিরাপত্তা রক্ষার্থে আমাদের মোবাইল ও ইমেইল এড্রেস এর মত যোগাযোগের মাধ্যমগুলো সব সময় সুরক্ষিত রেখে ব্যবহার করতে হবে । কোন অবস্থায় যোগাযোগের এই মাধ্যমগুলো অন্যের নিকট হস্তান্তর করা অথবা ব্যবহারে অসাবধানতা আমাদের অনেক বড় ক্ষতির কারণ হতে পারে । প্রয়োজন ছাড়া আমাদের যোগাযোগ সংক্রান্ত তথ্যগুলো যত্রতত্র শেয়ার করা উচিত নয় । সকলের সাথে যোগাযোগ রক্ষার্থে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যবহারের জন্য ভিন্ন ভিন্ন যোগাযোগের মাধ্যমগুলো ব্যবহার করা যেতে পারে । এর ফলে অতি প্রয়োজনীয় যোগাযোগের মাধ্যমগুলোর গোপনীয়তা রক্ষা করা অনেকটাই সহজ হবে ।
আপনার প্রতিটি লেনদেন শুভ হোক, ব্যাংকিং টাচ এর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ।
► সকল ক্যাটাগরী ব্রাউজ করতে এখানে ক্লিক করুন... ⟲ |
এই আর্টিকেলের তথ্য ও বিষয়বস্তু পূর্ব-প্রকাশিত উৎস থেকে গৃহীত হয়েছে বা তার আলোকে সম্পাদিত হয়েছে। উক্ত তথ্যের দায়ভার কোনভাবেই আমাদের নয়। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন.......... All information and data used in this article collected from a pre-published source. We are not responsible for that information. Read details...... | |||
আপনার একটু সমর্থনই আমাদের এগিয়ে চলা ও আরও ভাল কিছু করার অনুপ্রেরণা যোগায়। আপনার মূল্যবান সমর্থনটি জানাতে ভিজিট করুন আমাদের সমাজিক যোগযোগের পেজগুলোতে ও লাইক, ফলো ও সাবস্ক্রইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ | |||
কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলুন। বিস্তারিত....... |
0 Comments: