ক্রেডিট কার্ড ছাড়াই ইএমআইতে পণ্য ক্রয়ের সুবিধা দিচ্ছে সাদিক পার্সোনাল ফাইন্যান্স | Sadiq Personal Finance offers facility to purchase products on EMI without credit card

ক্রেডিট কার্ড ছাড়াই ইএমআইতে পণ্য ক্রয়ের সুবিধা দিচ্ছে সাদিক পার্সোনাল ফাইন্যান্স | Sadiq Personal Finance offers facility to purchase products on EMI without credit card

 

ক্রেডিট কার্ড ছাড়াই ইএমআইতে পণ্য ক্রয়ের সুবিধা দিচ্ছে সাদিক পার্সোনাল ফাইন্যান্স | Sadiq Personal Finance offers facility to purchase products on EMI without credit card

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশ এর ইসলামিক ব্যাংকিং উইন্ডো “সাদিক ইসলামিক ব্যাংকিং” এর “সাদিক পার্সোনাল ফাইন্যান্স” এর আওতায় নির্ধারিত আউটলেটগুলো থেকে হোম এপ্লায়েন্স, ফার্নিচার, মোবাইল ফোন ও গেজেট, মোটরবাইক সহ কম্পিউটার এক্সেসরিজ এর মতো প্রযুক্তিপণ্য সহজ কিস্তিতে কিনুন সর্বাধিক বিশ লাখ টাকা পর্যন্ত এবং পাঁচ বছর অর্থাৎ ষাট মাসের ইন্সটলমেন্টে পরিশোধের সুবিধাসহ ।

সাদিক পার্সোনাল ফাইন্যান্স এর সুবিধা ও শর্তাবলি

·        শরীয়াহ-সম্মত ব্যক্তিগত অর্থায়নের মাধ্যমে আপনার পরিবারের চাহিদা পূরণ করুন ।

·        অতি দ্রুত সময়ের মধ্যে প্রসেসিং ।

·        সর্বোচ্চ ২০ লক্ষ্ টাকা পর্যর্ন্ত ফাইন্যান্স লিমিট পাওয়ার সুবিধা।

·        চাকুরীজীবীর ক্ষেত্রে যেকোনো ব্যাংকে স্যালারী একাউন্ট থাকলে অথবা ব্যবসায়ী বা ডাক্তার হলে এই সুবিধাটি পেতে পারেন।

·        স্যালারী  স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এ সর্বনিম্ন ২২,০০০ টাকা ও অন্যান্য ব্যাংক এ সর্বনিম্ন ৩৫,০০০ টাকা হতে হবে।

·        ব্যবসায়ীদের ক্ষেত্রে সর্বনিম্ন ৫৫,০০০ টাকা আয় থাকতে হবে।

সাদিক পার্সোনাল ফাইন্যান্স এর অর্থায়নে বর্তমানে যেসকল মার্চেন্ট এর কাছ থেকে পণ্য ক্রয় করা যাবে তা নিম্নরুপ:

·        ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেড ।

·        হাতিল ফার্নিচার ।

·        ফেয়ার ইলেকট্রনিক্স লিমিটেড ।

·        গ্যাজেট এন্ড গিয়ার্ ।

·        ইয়ামহ্ বাইক।

·        স্টারটেক এন্ড ইঞ্জিনিয়ারিং লিমিডেট।

সাদিক পার্সোনাল ফাইন্যান্স - পণ্য ক্রয়ের পদ্ধতি

সাদিক পার্সোনাল ফাইন্যান্স -এ পণ্য ক্রয়ের পদ্ধতি বর্ণনার সুবিধার্থে আমরা স্টার টেক এন্ড ইঞ্জিনিয়ারিং লিমিডেট বেছে নিচ্ছি। স্টারটেক বাংলাদেশের শীর্ষস্থানীয় ল্যাপটপ, কম্পিউটার গেজেট পণ্যের রিটায়েল শপ।  

·        প্রথমে ক্রেতা যে পণ্য অথবা পণ্যসমূহ কিনবেন তার একটি ফর্মাল কোটেশন বিক্রেতা অর্থাৎ স্টার টেক থেকে নিতে হবে।

·        এরপর ক্রেতা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এর ওয়েবসাইট থেকে মোট এমাউন্ট ও পেমেন্ট সময় দিয়ে Apply Now তে ক্লিক করে এপ্লাই করতে পারবেন অথবা ক্রেতা চাইলে মার্চেন্ট এর সহযোগিতা নিতে পারেন ।

·        পরবর্তীতে রিকোয়ারমেন্ট অনুযায়ী সকল ডকুমেন্টস্ ব্যাংকে জমা দিয়ে ব্যাংক কর্তৃক এসেসমেন্ট এর পর ক্রেতা ব্যাংকের পে-অর্ডার নিয়ে স্টার টেক থেকে তার পণ্যটি কিনতে পারবেন।

এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য ও পরামর্শের জন্য যোগাযোগ করুন স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশে এর কল সেন্টারে। স্ট্যান্ডার্ড চার্টার্ড কল সেন্টারের তথ্য পেতে এখানে ক্লিক করুন......

 সকল ক্যাটাগরী ব্রাউজ করতে এখানে ক্লিক করুন... 


এই আর্টিকেলের তথ্য ও বিষয়বস্তু পূর্ব-প্রকাশিত উৎস থেকে গৃহীত হয়েছে বা তার আলোকে সম্পাদিত হয়েছে। উক্ত তথ্যের দায়ভার কোনভাবেই আমাদের নয়। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন..........

All information and data used in this article collected from a pre-published source. We are not responsible for that information. Read details......

আপনার একটু সমর্থনই আমাদের এগিয়ে চলা ও আরও ভাল কিছু করার অনুপ্রেরণা যোগায়। আপনার মূল্যবান সমর্থনটি জানাতে ভিজিট করুন আমাদের সমাজিক যোগযোগের পেজগুলোতে ও লাইক, ফলো ও সাবস্ক্রইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ

ফেসবুক

ইনস্ট্রাগাম

টুইটার

ইউটিউব

কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলুন। বিস্তারিত.......


0 Comments: