একাউন্ট মেইনটেনেন্স ফি কি এবং কেন? | What is Account Maintenance Fee?
একাউন্ট মেইনটেন্যান্স বা হিসাব রক্ষণাবেক্ষণ ফি একটি একটি সিডিউল ভিত্তিক ফি এবং এটি ষান্মাসিক মাসিক ভিত্তিতে কর্তন করা হয়ে থাকে । একাউন্ট মেইনটেন্যান্স ফি কর্তনের পরিমাণ মূলত বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী ধার্য হয়ে থাকে ।
ব্যাংক হিসাব পরিচালনার ক্ষেত্রে একাউন্ট মেইনটেন্যান্স বা হিসাব রক্ষণাবেক্ষণ ফি বাধ্যতামূলক । তবে অনেক ব্যাংক কাস্টমারের ক্যাটাগরি এবং বিভিন্ন শর্ত সাপেক্ষে এর উপর ভিত্তি করে এই ফি প্রত্যাহার করে থাকে । একাউন্ট মেইনটেন্যান্স কর্তনের জন্য সেভিংস একাউন্ট, কারেন্ট একাউন্ট বা বিশেষ সুবিধা সম্বলিত একাউন্টগুলোর জন্য ভিন্ন ভিন্ন সিডিউল অফ চার্জ রয়েছে । একাউন্ট মেইনটেন্যান্স ফি যেহেতু বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী হয়ে থাকে, তাই প্রায় সকল ব্যাংকে এই চার্জের পরিমাণ একই রকম হয়ে থাকে । তবে উল্লেখ্যযোগ্য যে, ব্যাংকগুলোর প্রোডাক্ট ডিজাইনের উপর ভিত্তি করে এই ফি এর কিছুটা তারতম্য হতে পারে ।
বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী প্রচলিত
সিডিউল অফ চার্জ অনুযায়ী সেভিংস একাউন্টের জন্য একাউন্ট মেইনটেন্যান্স বা হিসাব রক্ষণাবেক্ষণ
ফি নিম্নরূপ:
·
ষান্মাসিক অর্থাৎ ছয় মাসের গড় লেনদেন ১০,০০০/=
টাকা পর্যন্ত ফ্রি ।
·
ষান্মাসিক গড় লেনদেন ১০,০০০ থেকে ২৫,০০০ টাকা পর্যন্ত ফি ১০০/=
টাকা ।
·
ষান্মাসিক গড় লেনদেন ২৫,০০০ থেকে ২০০,০০০ টাকা পর্যন্ত ফি
২০০/= টাকা ।
·
ষান্মাসিক গড় লেনদেন ২০০,০০০ থেকে ১,০০০,০০০ টাকা পর্যন্ত
ফি ২৫০/= টাকা ।
· ষান্মাসিক গড় লেনদেন ১,০০০,০০০ থেকে তদুর্ধ ফি ৩০০/= টাকা ।
বিশেষ দ্রষ্টব্য:
* ষান্মাসিক অর্থাৎ ছয় মাস, জানুয়ারি থেকে
জুন এবং জুলাই থেকে ডিসেম্বর এই ভিত্তিতে হিসাব করা হয় ।
* এই ফি প্রযোজ্য ক্ষেত্রে ষান্মাসিক ভিত্তিতে,
অর্থাৎ বছরে দুইবার জুন এবং ডিসেম্বরে অ্যাকাউন্ট থেকে কর্তন করা হবে ।
* একাউন্ট মেইনটেন্যান্স ফি এর সাথে বিধি
মোতাবেক ভ্যাট প্রযোজ্য হবে ।
* কারেন্ট একাউন্ট, স্টুডেন্ট একাউন্ট, এসএনডি একাউন্ট সহ অন্যান্য একাউন্টের ক্ষেত্রেও একাউন্ট মেইনটেন্যান্স ফি কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ব্যাংকগুলো চার্জ করে থাকে।
একাউন্ট মেইনটেন্যান্স ফি সম্পর্কিত আরো বিস্তারিত তথ্যের জন্য আপনার ব্যাংকের কল সেন্টারে যোগাযোগ করুন । অথবা নিকটস্থ শাখা ভিজিট করে এ বিষয়ে সঠিক তথ্য জেনে নিন । আপনার ব্যাংকের কল সেন্টার এর যোগাযোগ নম্বর পেতে এখানে ক্লিক করুন........
► সকল ক্যাটাগরী ব্রাউজ করতে এখানে ক্লিক করুন... ⟲ |
এই আর্টিকেলের তথ্য ও বিষয়বস্তু পূর্ব-প্রকাশিত উৎস থেকে গৃহীত হয়েছে বা তার আলোকে সম্পাদিত হয়েছে। উক্ত তথ্যের দায়ভার কোনভাবেই আমাদের নয়। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন.......... All information and data used in this article collected from a pre-published source. We are not responsible for that information. Read details...... | |||
আপনার একটু সমর্থনই আমাদের এগিয়ে চলা ও আরও ভাল কিছু করার অনুপ্রেরণা যোগায়। আপনার মূল্যবান সমর্থনটি জানাতে ভিজিট করুন আমাদের সমাজিক যোগযোগের পেজগুলোতে ও লাইক, ফলো ও সাবস্ক্রইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ | |||
কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলুন। বিস্তারিত....... |
0 Comments: