
সিটিটাচে চালু হল উপায় একাউন্টে ফান্ড ট্রানস্ফার সুবিধা | Citytouch launched fund transfer facility to upay account
দেশের সর্বাধিক জনপ্রিয় ইন্টারনেট ব্যাংকিং চ্যানেল “দি সিটি ব্যাংক লিমিটেড” এর “সিটিটাচ” থেকে সম্প্রতি “ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড” এর মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস “ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেড” (উপায়) ওয়ালেটে ট্রান্সফারের সুবিধা সংযোজন করা হয়েছে । এখন থেকে সকল “উপায়” গ্রাহকগণ “সিটিটাচ” ব্যবহার করে যেকোন পার্সোনাল “উপায়” একাউন্টে দিন-রাত ২৪ ঘন্টা ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন ।
সিটি ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডারগণ কোন প্রকার চার্জ ছাড়াই এই সুবিধা উপভোগ করতে পারবেন এবং ক্রেডিট কার্ড গ্রাহকগণ ২% বা ১০০ টাকা যেটি সর্বাধিক সাথে বিধি মোতাবেক ভ্যাটসহ যেকোন সময় এই ব্যালেন্স ট্রান্সফার করার সুবিধা গ্রহণ করতে পারবেন ।
“সিটিটাচ” থেকে “উপায় ওয়ালেটে দৈনিক ট্রানস্ফার লিমিট
Daily transfer limit from “Citytouch” to “upay” wallet
·
প্রতিটি লেনদেনের সর্বনিম্ন লিমিট ৫০ এবং সর্বোচ্চ
৫০,০০০ টাকা ।
·
প্রতি “উপায়” অ্যাকাউন্টে দৈনিক ট্রান্সফারের লিমিট
৫০,০০০ টাকা।
·
প্রতি “উপায়” অ্যাকাউন্টে মাসিক ট্রান্সফারের লিমিট
৩০০,০০০ টাকা।
·
“সিটিটাচ” থেকে “উপায়” অ্যাকাউন্টে দৈনিক সামগ্রিক ট্রান্সফারের লিমিট ৫০০,০০০ টাকা।
·
ক্রেডিট কার্ড থেকে ফান্ড ট্রান্সফারের জন্য সর্বনিম্ন
পরিমাণ ৫০০ টাকা এবং সর্বাধিক পরিমাণ হল মোট ক্রেডিট লিমিটের ৫০% ।
·
সিটি ব্যাংকের প্রচলিত ক্রেডিট কার্ড থেকে ফান্ড
ট্রান্সফারের জন্য ট্রান্সফারকৃত ব্যালেন্স এর উপর ২% বা ১০০ টাকা প্রসেসিং ফি চার্জ
যেটি সর্বাধিক সাথে বিধি মোতাবেক ভ্যাট প্রযোজ্য হবে ।
·
সিটি ইসলামিক ক্রেডিট কার্ড থেকে ফান্ড ট্রান্সফারের
জন্য ৫০০ টাকা প্রসেসিং ফি চার্জ করা হবে সাথে বিধি মোতাবেক ভ্যাট প্রযোজ্য হবে ।
· একই “উপায়” অ্যাকাউন্টে পরপর ট্রান্সফারের জন্য ন্যূনতম ১০ মিনিটের বিরতি দিতে হবে।
উল্লেখিত তথ্যাবলী যথাযথ কর্তৃপক্ষ যেকোনো সময় পরিবর্তন আনতে পারে । আরো বিস্তারিত জানতে কল করুন সিটি ব্যাংক কল সেন্টারে। সিটি ব্যাংক কল সেন্টারের যোগাযোগের তথ্য পেতে এখানে ক্লিক করুন.....
► সকল ক্যাটাগরী ব্রাউজ করতে এখানে ক্লিক করুন... ⟲ |
এই আর্টিকেলের তথ্য ও বিষয়বস্তু পূর্ব-প্রকাশিত উৎস থেকে গৃহীত হয়েছে বা তার আলোকে সম্পাদিত হয়েছে। উক্ত তথ্যের দায়ভার কোনভাবেই আমাদের নয়। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন.......... All information and data used in this article collected from a pre-published source. We are not responsible for that information. Read details...... | |||
আপনার একটু সমর্থনই আমাদের এগিয়ে চলা ও আরও ভাল কিছু করার অনুপ্রেরণা যোগায়। আপনার মূল্যবান সমর্থনটি জানাতে ভিজিট করুন আমাদের সমাজিক যোগযোগের পেজগুলোতে ও লাইক, ফলো ও সাবস্ক্রইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ | |||
কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলুন। বিস্তারিত....... |
0 Comments: