ই-পাসপোর্ট এর স্ট্যাটাস | E-Passport Status

ই-পাসপোর্ট এর স্ট্যাটাস | E-Passport Status

 

ই-পাসপোর্ট এর স্ট্যাটাস | E-Passport Status

ই পাসপোর্ট এর স্ট্যাটাস

পাসপোর্ট এটি কেবল বহিরাগমন এর জন্য একটি প্রাথমিক অনুমতিপত্রই নয় । এছাড়াও আরো গ্রহণে পাসপোর্ট ব্যবহার করা যায়। ব্যাংকিং বা আর্থিক পরিষেবা গ্রহনেও রয়েছে পাসপোর্ট পাসপোর্ট এর উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। পাসপোর্ট ব্যাংক একাউন্ট খোলার জন্য একটি বৈধ ফটো আইডি ডকুমেন্ট হিসেবে কাজ করে। এছাড়াও বাৎসরিক ট্রাভেল কোটার বিপরীতে ফরেন কারেন্সি ব্যবহারের জন্য পাসপোর্ট এর আবশ্যিকতা রয়েছে । আমরা আজ এ পর্বে পাসপোর্ট পাসপোর্ট সংক্রান্ত কিছু তথ্য জানার চেষ্টা করাব।পাসপোর্ট নিয়ে আমাদের ধারাবাহিক কন্টেন্টগুলো পড়তে এখানে ক্লিক করুন......

ই-পাসপোর্ট আবেদন করার পর অনলাইনে নিজে নিজেই পাসপোর্টের বর্তমান অবস্থান বা স্ট্যটাস সম্পর্কে জেনে নেওয়া যায়। আজ আমরা পাসপোর্টের বেশ কিছু স্ট্যটাস সম্পর্কে বিস্তারিত জনার চেষ্টা করব ।

আপনার ই-পাসপোর্ট আবেদন এর বর্তমান স্ট্যাটাস জানতে এখানে ক্লিক করুন.....

Submitted (সাবমিটেড)

Submitted এই স্ট্যাটাসটি দ্বারা বোঝানো হচ্ছে পাসপোর্ট এর জন্য আপনার আবেদনটি সফলভাবে সাবমিট করা হয়েছে ও তা পাসপোর্ট অফিসের সংশ্লিষ্ট সার্ভারে জমা হয়েছে। । এর পরবর্তী ধাপে আপনাকে সিডিউল নিতে হবে এবং আপনি যে অঞ্চলে ই-পাসপোর্টের জন্য আবেদন করেছেন সেখানে যদি সিডিউল নেওয়ার কোনো বাধ্যবাধকতা না থাকে তাহলে সরাসরি বায়োমেট্রিক এর জন্য নির্ধারিত পাসপোর্ট অফিস ভিজিট করুন ।

Appointment scheduled (অ্যাপোয়েন্টমেন্ট সিডিউলেড)

Appointment scheduled এই স্ট্যাটাসটি দ্বারা বোঝানো হচ্ছে আপনার পাসপোর্ট এর জন্য বায়োমেট্রিক এনরোলমেন্ট এর জন্য সাক্ষাৎকার সময়সূচি নির্ধারণ করা হয়েছে । এখন আপনার করনীয় হচ্ছে নির্দিষ্ট সময়ে সংশ্লিষ্ট পাসপোর্ট অফিসে উপস্থিত হয়ে পরবর্তী ধাপগুলো সম্পন্ন করা ।

Enrollment in process (এনরোলমেন্ট ইন প্রসেস)

Enrollment in process এই স্ট্যাটাসটি দ্বারা বোঝানো আপনার পাসপোর্টের জন্য আবেদনটি সংশ্লিষ্ট পাসপোর্ট অফিসে জমা হয়েছে এবং আপনার বায়োমেট্রিক এনরোলমেন্ট অর্থাৎ ছবি, ফিঙ্গারপ্রিন্ট, আইরিস, সাক্ষর এবং অন্যান্য আনুষঙ্গিক তথ্যগুলো সংগ্রহ করা হয়েছে তা তালিকাভুক্তির জন্য প্রক্রিয়াধীন রয়েছে ।

Pending SB Police Clearance (পেন্ডিং এসবি পুলিশ ক্লিয়ারেন্স)

Pending SB Police Clearance এই স্ট্যাটাসটি দ্বারা বোঝানো আপনার আবেদনটি পুলিশ ভেরিফিকেশনের জন্য পাঠানো হয়েছে এবং পুলিশ তদন্ত রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে । আবেদন করার সময় আপনার স্থায়ী এবং অস্থায়ী ঠিকানা যদি ভিন্ন হয়ে থাকে তাহলে উভয় ঠিকানাতেই পুলিশ ভেরিফিকেশন প্রয়োজন হবে। তবে পাসপোর্ট রিনিউ করার ক্ষেত্রে যদি আপনার পূর্ববর্তী পাসপোর্ট এর ঠিকানার সাথে নতুন পাসপোর্ট এর ঠিকানা কোনো পরিবর্তন না হয় এবং বিশেষ কিছু ব্যক্তির ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন প্রয়োজন হয় না সেক্ষেত্রে তাদের এই স্ট্যাটাসটি নাও আসতে পারে ।

Pending final approval (পেন্ডিং ফাইনাল এপ্রুভাল)

Pending final approval এই স্ট্যাটাসটি দ্বারা বোঝানো আপনার পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট সন্তোষজনক এবং এটি এখন আপনার আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালকের অনুমোদনের অপেক্ষায় রয়েছে ।

Approved (এপ্রুভড)

Approved এই স্ট্যাটাসটি দ্বারা বোঝানো হচ্ছে আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে আপনার পাসপোর্ট প্রিন্টিং এর জন্য অনুমোদন করেছেন । শীঘ্রই পাসপোর্ট প্রিন্টিং এ চলে যাবে ।

Pending in Print Queue (পেন্ডিং ইন প্রিন্ট কেউই)

Pending in Print Queue এই স্ট্যাটাসটি দ্বারা বোঝানো হচ্ছে আপনার পাসপোর্টটি প্রিন্টিং এর জন্য পাঠানো হয়েছে এবং সেখানে প্রিন্টের জন্য অপেক্ষমান আছে ।

Passport Shipped (পাসপোর্ট শিপড্)

Passport Shipped এই স্ট্যাটাসটি দ্বারা বোঝানো হচ্ছে আপনার পাসপোর্টটি সফলভাবে তৈরি হয়েছে এবং তা বিতরণের জন্য নির্বাচিত আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাঠানো হয়েছে ।

 

Passport Ready for Issuance (পাসপোর্ট রেডি ফর ইস্যুয়ান্সে)

Passport Ready for Issuance এই স্ট্যাটাসটি দ্বারা বোঝানো হচ্ছে আপনার পাসপোর্টটি আপনার আঞ্চলিক পাসপোর্ট অফিসে পৌঁছে গিয়েছে আপনি এটি এখন সংগ্রহ করতে পারেন ।

Passport Issued (পাসপোর্ট ইস্যুয়েড)

Passport Issued এই স্ট্যাটাসটি দ্বারা বোঝানো হচ্ছে আপনার পাসপোর্টটি সফলভাবে বিতরণ করা হয়েছে ।

সম্মানিত সুধী পাসপোর্ট আবেদন করার সময় আবেদনপত্রে কোন ত্রুটি বা অন্য কোন কারণে উপরে উল্লেখিত স্ট্যাটাসগুলো ছাড়াও Pending Backend Verification, ‍Sent for Rework এর মতো কিছু লক্ষ্য করতে পারেন । সে ক্ষেত্রে কোন দালাল চক্রের সাহায্য না নিয়ে সরাসরি আপনার আঞ্চলিক পাসপোর্ট অফিস সহকারী পরিচালক এর সহযোগিতা নিন ।

পাসপোর্ট এর কোন স্ট্যাটাসে কতদিন সময় লাগে?

ই-পাসপোর্ট এর ক্ষেত্রে এটি অনেকেরই প্রশ্ন এবং এই প্রশ্নটি সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে বেশ ঘোরাফেরা করে । বিভিন্ন গ্রুপে স্ট্যাটাসগুলোর কিছু সময় বর্ণনা করা আছে। তবে প্রকৃতপক্ষে পাসপোর্ট অধিদপ্তর কর্তৃক অথেন্টিক কোন তথ্য পাওয়া যায়নি যে, কোন স্ট্যাটাসে কতদিন থাকতে পারে । আপনার পাসপোর্টটি কতটুকু সময়ের মধ্যে পাবেন এটি নির্ভর করছে আপনার আবেদন এর প্রকৃতি, আপনি যেই আঞ্চলিক পাসপোর্ট অফিসে আবেদন করেছেন সেই অফিসের চাপ, আপনার ডকুমেন্টস গুলোতে ঝামেলা আছে কিনা, আপনার পুলিশ ক্লিয়ারেন্স রিপোর্ট যথাযথভাবে প্রেরণ হয়েছে কিনা ইত্যাদি বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করছে।

তবে অতীব জরুরী পাসপোর্ট যেগুলো জরুরী ভিত্তিতে ডেলিভারি করা হয় এই পাসপোর্টগুলোর ক্ষেত্রে সাধারণত পুলিশ ক্লিয়ারেন্স এর মতো বিষয়গুলো পূর্ব থেকেই পাসপোর্ট হোল্ডার কে সংগ্রহ করে তারপর পাসপোর্টের জন্য আবেদন করতে হয়। যার ফলে অতীব জরুরী পাসপোর্টের আবেদন করার মাত্র কয়েকটি কর্মদিবসের মধ্যে পাসপোর্ট হাতে পাওয়া যায় ।

অন্যান্য ক্ষেত্রে সাধারণ ক্ষেত্রে স্বাভাবিকভাবেই কিছুটা বিলম্ব হতে পারে। তবে আপনি যেকোন বিষয়ে কোনো সমস্যা অনুভব করলে আপনার সরাসরি সংশ্লিষ্ট আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালকের সাথে যোগাযোগ করুন বা সংশ্লিষ্ট ডেস্কে যোগাযোগ করে আপনার আবেদনে কোন সমস্যা থাকলে সেটি সমাধান করার চেষ্টা করুন।

আপনার ই-পাসপোর্ট আবেদন এর বর্তমান স্ট্যাটাস জানতে এখানে ক্লিক করুন.....

পাসপোর্ট সম্পর্কিত আরো বিস্তারিত তথ্যের জন্য এখানে ক্লিক করুন....

 সকল ক্যাটাগরী ব্রাউজ করতে এখানে ক্লিক করুন..... 


এই আর্টিকেলের তথ্য ও বিষয়বস্তু পূর্ব-প্রকাশিত উৎস থেকে গৃহীত হয়েছে বা তার আলোকে সম্পাদিত হয়েছে। উক্ত তথ্যের দায়ভার কোনভাবেই আমাদের নয়। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন..........

All information and data used in this article collected from a pre-published source. We are not responsible for that information. Read details......

আপনার একটু সমর্থনই আমাদের এগিয়ে চলা ও আরও ভাল কিছু করার অনুপ্রেরণা যোগায়। আপনার মূল্যবান সমর্থনটি জানাতে ভিজিট করুন আমাদের সমাজিক যোগযোগের পেজগুলোতে ও লাইক, ফলো ও সাবস্ক্রইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ

ফেসবুক

ইনস্ট্রাগাম

টুইটার

ইউটিউব

কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলুন। বিস্তারিত.......


0 Comments: