সিটি ব্যাংক বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটির (বিএফডিএস) মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে
সিটি ব্যাংক সম্প্রতি সিটি ব্যাংক সেন্টারে বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটি (বিএফডিএস) এবং ফ্রিল্যান্সারস লিমিটেড (এফএল) এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় সিটি ব্যাংক ফ্রিল্যান্সার আইডি যাচাই করার অনুমতি পাবে। এটি সিটি ব্যাংকের শাখা থেকে ফ্রিল্যান্সারদের আমানত, ঋণ, ক্রেডিট কার্ড এবং অন্যান্য ব্যাংকিং পরিষেবার সুষ্ঠু পরিষেবা প্রদান নিশ্চিত করবে।
ফ্ল্যাগশিপ পণ্য, ফ্রিল্যান্সার ডিপোজিট প্রোডাক্ট, দেশের ফ্রিল্যান্সারদের সিটি ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে দেবে। তাদের দুটি অ্যাকাউন্ট পরিচালনা করার অনুমতি দেওয়া হবে, একটি ফ্রিল্যান্সার ERQ অ্যাকাউন্ট এবং ফ্রিল্যান্সার সেভিংস অ্যাকাউন্ট। যা তাদের অনলাইন মার্কেটপ্লেসগুলি থেকে ফ্রিল্যান্সার ERQ অ্যাকাউন্টগুলিতে বৈদেশিক মুদ্রা উপার্জন করতে এবং লেনদেনমূলক খরচ ছাড়াই আরও প্রকৃত আন্তর্জাতিক অর্থপ্রদানের জন্য (নিয়ন্ত্রক সীমার মধ্যে) ডলারের পরিমাণ বজায় রাখার অনুমতি দেবে।
এই স্বাক্ষর অনুষ্ঠানটি সিটি ব্যাংক এবং বিএফডিএস, এফএল-এর সাথে একটি কৌশলগত অংশীদারিত্বের সূচনা করবে এবং বাংলাদেশের ফ্রিল্যান্সারদের জন্য ব্যাংকিং পরিষেবাগুলিকে দ্রুত ও ঝামেলামুক্ত করার পথ প্রশস্ত করবে।
সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফের উপস্থিতিতে সিটি ব্যাংকের রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান মোঃ অরূপ হায়দার এবং বিএফডিএস ও এফএল উভয়ের চেয়ারম্যান ড. তানজিবা রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় সিটি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মাহিয়া জুনেদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
► সকল ক্যাটাগরী ব্রাউজ করতে এখানে ক্লিক করুন..... ⟲ |
এই আর্টিকেলের তথ্য ও বিষয়বস্তু পূর্ব-প্রকাশিত উৎস থেকে গৃহীত হয়েছে বা তার আলোকে সম্পাদিত হয়েছে। উক্ত তথ্যের দায়ভার কোনভাবেই আমাদের নয়। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন.......... All information and data used in this article collected from a pre-published source. We are not responsible for that information. Read details...... | |||
আপনার একটু সমর্থনই আমাদের এগিয়ে চলা ও আরও ভাল কিছু করার অনুপ্রেরণা যোগায়। আপনার মূল্যবান সমর্থনটি জানাতে ভিজিট করুন আমাদের সমাজিক যোগযোগের পেজগুলোতে ও লাইক, ফলো ও সাবস্ক্রইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ | |||
কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলুন। বিস্তারিত....... |
0 Comments: