যমুনা ব্যাংক ভিসা প্রিপেইড কার্ড
যমুনা ব্যাংক লিমিটেড যমুনা ব্যাংক এবং নন-যমুনা ব্যাংক গ্রাহকদের জন্য একটি ডুয়েল কারেন্সি প্রিপেইড কার্ড সেবা চালু করেছে। এই কার্ডের মাধ্যমে যমুনা ব্যাংক ও ভিসা লোগো সম্বলিত যে কোন এটিএম বুথ থেকে টাকা উত্তোলন, ভিসা সমর্থিত পস মেশিন থেকে কেনাকাটা সহ বাৎসরিক ট্রাভেল কোটার বিপরীতে বৈদেশিক মুদ্রায় কেনাকাটা, বিল পেমেন্ট, মেডিকেল ফি, টিউশন ফি এর মতো গুরুত্বপূর্ণ পেমেন্ট করা যাবে ।
যমুনা ব্যাংক ভিসা প্রিপেইড কার্ডের বৈশিষ্ট্য
·
ডুয়েল কারেন্সি কার্ড । যা পৃথিবীর যেকোন জায়গায়
ব্যবহারযোগ্য ।
·
বিশ্বব্যাপী ২৪/৭ দ্রুত ফান্ড অ্যাক্সেস।
·
আন্তর্জাতিক এবং স্থানীয় কেনাকাটা।
·
রিলোডেবল এবং নবায়নযোগ্য ।
·
ই-কমার্স কেনাকাটার সুবিধা ।
·
অধিক নিরাপত্তা সম্বলিত চিপ যুক্ত কার্ড
·
গ্রিন পিন তৈরির সুবিধা।
·
যমুনা ব্যাংকের যে কোন বুথ থেকে ফ্রি উত্তোলন সুবিধা
।
·
কার্ডের বৈধতা ইস্যুর তারিখ থেকে ০৫ (পাঁচ) বছরের
জন্য।
·
সহজেই আন্তর্জাতিক পরীক্ষা/প্রত্যয়ন/ভিসা/দূতাবাস
ফি প্রদান করা যাবে।
·
যমুনা ব্যাংকের যেকোনো শাখায় একেবারে বিনামূল্যে
রিলোডিং।
·
প্রতিটি লেনদেনে লেনদেন সতর্কতা।
·
ব্যাংক অ্যাকাউন্ট ছাড়াই ব্যাংকিং সুবিধা।
·
অনলাইন বিল পরিশোধের সুবিধা।
·
NPSB/BEFTN চ্যানেলের মাধ্যমে ফান্ড স্থানান্তর।
· বিশ্বব্যাপী লক্ষ লক্ষ ভিসা মার্চেন্ট বা লক্ষ লক্ষ অনলাইন/ই-কমার্স সাইটে কেনাকাটা করার সুবিধা।
যমুনা ব্যাংক প্রিপেইড কার্ড এর বেসিক তথ্য
আবেদনের পর এই কার্ড পেতে বেশ কিছু কার্যদিবস লাগবে। এই কার্ডে কার্ডধারীর নাম উল্লেখ থাকবে। তবে, মনে রাখবেন কার্ডটিতে ডায়নামিক কারেন্সি সুবিধা নেই। ফলে বৈদেশিক মুদ্রায় কোনো লেনদেন করতে হলে তা আলাদাভাবে ডলার পার্টে ব্যালেন্স জমা করতে হবে এবং তা যমুনা ব্যাংকের যেকোনো শাখা থেকে করতে হবে। তবে কার্ডধারী চাইলে কার্ডে বিদ্যমান বাংলাদেশি টাকা ডলারে ট্রান্সফার করতে পারেন। সেক্ষেত্রে ব্যাংকের চলমান প্রক্রিয়া অনুসরণ করতে হবে। কার্ডধারীরা যমুনা ব্যাংক ব্যতীত অন্য কোনও ব্যাংক থেকে NPSB বা BEFTN এর মাধ্যমে কার্ডে ব্যালেন্স পুনরায় লোড করতে পারেন। কার্ডটি বৈদেশিক মুদ্রায় ব্যবহার করার জন্য, কার্ডধারীকে অবশ্যই বৈধ পাসপোর্ট সহ বার্ষিক ভ্রমণ কোটার বিপরীতে কার্ডটি অনুমোদন করতে হবে। অন্যথায় কার্ডটি বৈদেশিক মুদ্রায় ব্যবহার করা যাবে না।
যমুনা ব্যাংক প্রিপেইড কার্ড ফি এবং চার্জ
·
আবেদন ফি: বিনা মূল্যে।
·
নবায়ন ফি: ৫০০/=।
·
এসএমএস অ্যালার্ট ফি: বিনামূল্যে।
·
যমুনা ব্যাংক এটিএম উত্তোলন ফি: বিনামূল্যে ।
·
ফান্ড রিলোডিং ফি: বিনামূল্যে ।
·
অন্যান্য এটিএম থেকে ক্যাশ উত্তোলন ফি: ব্যাংকের
চলমান নীতি অনুযায়ী ।
·
মার্ক-আপ ফি: ব্যাংকের চলমান নীতি অনুযায়ী ।
· কার্ড ক্লোজিং ফি: ব্যাংকের চলমান নীতি অনুযায়ী ।
কার্ড প্রাপ্তির যোগ্যতা এবং প্রয়োজনীয় ডকুমেন্টস্
·
আবেদনকারীকে একজন বাংলাদেশী হতে হবে এবং ন্যূনতম
বয়স ১৮ বছর হতে হবে।
·
বৈধ পাসপোর্ট থাকতে হবে (USD লেনদেনের জন্য)।
·
শাখায় আবেদনপত্র পূরণ বা অনলাইনে আবেদন করা যাবে।
·
পাসপোর্ট সাইজের ছবি।
·
বৈধ ফটো আইডি/এনআইডি কার্ডের ফটোকপি।
·
USD লেনদেনের জন্য বৈধ পাসপোর্ট কপি।
· ঠিকানার প্রমাণের জন্য/বিদ্যুৎ/গ্যাস বিল ছবির কপি।
যমুনা ব্যাংকের প্রিপেইড কার্ড প্রাপ্তির পদ্ধতি
যমুনা ব্যাংকের ভিসা প্রিপেইড কার্ড পেতে নিকটস্থ যমুনা ব্যাংক শাখায় উপরে উল্লিখিত ডকুমেন্টস্ সহ ব্যাংকের প্রক্রিয়া অনুযায়ী কার্ডের জন্য আবেদন করুন৷ এছাড়াও আপনি ঘরে বসে অনলাইনের মাধ্যমে যমুনা ব্যাংকের ভিসা প্রিপেইড কার্ডের জন্য আবেদন করতে পারেন। অনলাইন আবেদন প্রক্রিয়া জানতে এখানে ক্লিক করুন........
যমুনা ব্যাংক প্রিপেইড কার্ড রিফান্ড পলিসি
কার্ড হোল্ডার ভ্রমণের পরে অব্যবহৃত অর্থ ফেরতের জন্য দাবি করতে পারেন। কার্ডধারীরা কার্ড ডিভিশনে এসে রিফান্ডের আবেদনপত্র জমা দিতে পারেন। যদি কার্ড হোল্ডারের একটি যমুনা ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, তাহলে অব্যবহৃত পরিমাণ সরাসরি তার অ্যাকাউন্টে স্থানান্তরিত হবে অথবা কার্ড ডিভিশন কার্ডধারীর অনুকূলে অন্য ব্যাংকের অ্যাকাউন্টে একটি পে অর্ডার/BEFTN জারি করবে।
উক্ত কার্ডটি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে কল করুন যমুনা ব্যাংক কল যমুনা ব্যাংক কল সেন্টারে । যমুনা ব্যাংক কল সেন্টারের তথ্য পেতে এখানে ক্লিক করুন......
► সকল ক্যাটাগরী ব্রাউজ করতে এখানে ক্লিক করুন..... ⟲ |
এই আর্টিকেলের তথ্য ও বিষয়বস্তু পূর্ব-প্রকাশিত উৎস থেকে গৃহীত হয়েছে বা তার আলোকে সম্পাদিত হয়েছে। উক্ত তথ্যের দায়ভার কোনভাবেই আমাদের নয়। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন.......... All information and data used in this article collected from a pre-published source. We are not responsible for that information. Read details...... | |||
আপনার একটু সমর্থনই আমাদের এগিয়ে চলা ও আরও ভাল কিছু করার অনুপ্রেরণা যোগায়। আপনার মূল্যবান সমর্থনটি জানাতে ভিজিট করুন আমাদের সমাজিক যোগযোগের পেজগুলোতে ও লাইক, ফলো ও সাবস্ক্রইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ | |||
কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলুন। বিস্তারিত....... |
0 Comments: