এসএমএস ব্যাংকিং ডিজিটাল ব্যাংকিং এর এক অনন্য
সংযোজন । মুঠোফোনে বর্তমানে সবার সাথে তাৎক্ষণিক যোগাযোগ করার অন্যতম মাধ্যম । মোবাইল
ফোন বর্তমানে একটি যোগাযোগের মাধ্যমের মধ্যে সীমাবদ্ধ নয় । আর্থিক খাতের মতো গুরুত্বপূর্ণ
কিছু পর্যায়ে রয়েছে এর শক্তিশালী অবস্থান।
এসএমএস ব্যাংকিং কি?
এসএমএস ব্যাংকিং এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একজন গ্রাহক তার কোন ব্যাংক একাউন্ট কার্যবলি তার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে তাৎক্ষণিক ক্ষুদে বার্তার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে অবগত হন। অথবা তিনি নিজের প্রয়োজনে ব্যাংকের নির্দিষ্ট প্রক্রিয়া অনুস্বরন করে নিজেই তার একাউন্টের বিভিন্ন তথ্য অনুসন্ধান করতে পারেন ।
আমরা এসএমএস ব্যাংকিং কে দুটি পর্যায়ে ভাগ
করতে পারি । প্রথমটি হচ্ছে গ্রাহক তার নিজের প্রয়োজনে ব্যাংক এর নির্দিষ্ট প্রক্রিয়া
অনুযায়ী এসএমএস করে তার একাউন্ট এর বিভিন্ন তথ্য জানার জন্য রিকোয়েস্ট করে, এবং ব্যাংক
তার রিকোয়েস্ট এর প্রেক্ষিতে তার কাঙ্খিত তথ্যটি গ্রাহকের মোবাইল ফোনে
ক্ষুদেবার্তা আকারে প্রেরণ করে।
এসএমএস ব্যাংকিং এর অন্য ধাপটিকে বলা হয় ট্রানজেকশন অ্যালার্ট বা এসএমএস অ্যালার্ট । এসএমএস অ্যালার্ট এর জন্য গ্রাহকের কোন কিছু করার প্রয়োজন হয় না । এই প্রক্রিয়ার আওতায়, ব্যাংক তার কাস্টমারের অ্যাকাউন্ট এর বিভিন্ন অ্যাক্টিভিটি স্বয়ংক্রিয় ক্ষুদেবার্তার মাধ্যমে তাৎক্ষণিকভাবে জানিয়ে দেয় । এই প্রক্রিয়ার মাধ্যমে একদিকে যেমন গ্রাহক তার অ্যাকাউন্টে হওয়া লেনদেনগুলো সম্পর্কে সহজেই নিশ্চিত হতে পারে। অপরদিকে অ্যাকাউন্টে কোনো অনাকাঙ্ক্ষিত লেনদেন হলে সেটি সম্পর্কে তাৎক্ষণিক অবগত হতে পারে এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারে ।
এসএমএস ব্যাংকিং এর সুবিধা কি কি?
এসএমএস ব্যাংকিং এর ব্যাপক সুবিধা রয়েছে। একজন গ্রাহক এর মাধ্যমে তার একাউন্ট এর বিভিন্ন লেনদেন সম্পর্কে অবগত হতে পারে। এছাড়াও কাস্টমার তার প্রয়োজনীয় কিছু সার্ভিস গ্রহণের জন্য অর্থ, সময় এবং শ্রম ব্যয় করে ব্যাংকে যাওয়ার কোন দরকার নেই। তিনি এসএমএস ব্যাংকিং এর মাধ্যমে ঘরে বসেই তার কাঙ্ক্ষিত সেবাটি গ্রহণ করতে পারবেন।
এক নজরে এসএমএস ব্যাংকিং এর সুবিধা সমূহ:
·
সহজ এবং সুবিধাজনক
·
অর্থ এবং সময় সাশ্রয়
·
আর্থিক সংক্রান্ত বিভিন্ন তথ্য হাতের মুঠোয়
·
প্রতিটি লেনদেন সম্পর্কে অবগত হওয়ার সুবিধা
·
লেনদেনসমূহ ওটিপি প্রাপ্তির সুবিধা
· অনাকাঙ্ক্ষিত লেনদেন সম্পর্কে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করা সম্ভব এর মাধ্যমে ।
এসএমএস ব্যাংকিং এর অসুবিধা
দুর্ভাগ্য
যে এসএমএস ব্যাংকিং এর ব্যাপক সুবিধার পাশাপাশি কিছু অসুবিধা রয়েছে । এসএমএস
ব্যাংকিং এর অসুবিধা গুলো নিচে উল্লেখ করা হলো:
·
আপনার মোবাইলে নেটওয়ার্ক বা অ্যাক্সেস না থাকলে
আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে বর্তমানে যেসকল লেনদেন বা অন্যান্য কার্যাবলী হচ্ছে
যা তা সম্পর্কে জানতে পারবেন না।
·
আপনার মোবাইল ফোন হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে
আপনার আর্থিক তথ্যবলি অন্য কারো দৃষ্টিগোচর হতে পারে, যা আপনার আর্থিক নিরাপত্তার জন্য
অত্যন্ত ক্ষতিকর হতে পারে ।
· আপনার অজান্তেই আপনার ফোনের অ্যাক্সেস অন্য কারও হাতে চলে গেলে বা আপনি কোন আক্রমণের শিকার হলে সেক্ষেত্রে আপনার আর্থিক তথ্যবলি অন্য কারো দৃষ্টিগোচর হতে পারে ।
এসএমএস ব্যাংকিং এর সাবস্ক্রিপশন করার পদ্ধতি
এসএমএস ব্যাংকিং বা ট্রানজেকশন এলার্ট অধিকাংশ ব্যাংক স্বয়ংক্রিয়ভাবে প্রদান করে থাকে এর জন্য আলাদা করে সাবস্ক্রিপশন করার কোন প্রয়োজন হয় না । তবে একজন কাস্টোমার যে ব্যাংকের সাথে একাউন্ট মেনটেন করছেন সেখানে যদি স্বয়ংক্রিয়ভাবে সুবিধাটি প্রদান করা না থাকে সেক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকের নির্দিষ্ট প্রক্রিয়া অনুযায়ী আবেদন করে গ্রাহকদের সার্ভিসটি চালু করে নিতে হবে ।
এসএমএস ব্যাংকিং বা এসএমএস অ্যালার্ট এর জন্য কি কোন চার্জ রয়েছে?
এটি সম্পূর্ণ নির্ভর করছে সংশ্লিষ্ট ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান এর পলিসির উপর। অনেক ব্যাংক এই সেবাটির জন্যবাৎসরিক অথবা অর্থবছরে একটি ফি নিয়ে থাকে। আবার অনেক ব্যাংক এই সার্ভিসটি বিনামূল্যে প্রদান করে থাকে। আবার কোন কোন ব্যাংক কিছু শর্তসাপেক্ষে ফি মওকুফ করে থাকে ।
► সকল ক্যাটাগরী ব্রাউজ করতে এখানে ক্লিক করুন..... ⟲ |
এই আর্টিকেলের তথ্য ও বিষয়বস্তু পূর্ব-প্রকাশিত উৎস থেকে গৃহীত হয়েছে বা তার আলোকে সম্পাদিত হয়েছে। উক্ত তথ্যের দায়ভার কোনভাবেই আমাদের নয়। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন.......... All information and data used in this article collected from a pre-published source. We are not responsible for that information. Read details...... | |||
আপনার একটু সমর্থনই আমাদের এগিয়ে চলা ও আরও ভাল কিছু করার অনুপ্রেরণা যোগায়। আপনার মূল্যবান সমর্থনটি জানাতে ভিজিট করুন আমাদের সমাজিক যোগযোগের পেজগুলোতে ও লাইক, ফলো ও সাবস্ক্রইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ | |||
কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলুন। বিস্তারিত....... |
0 Comments: