আমার একাউন্টের ATM কার্ড আমার অভিভাবক আমাকে ছাড়া কি উঠাতে পারবে?

আমার একাউন্টের ATM কার্ড আমার অভিভাবক আমাকে ছাড়া কি উঠাতে পারবে?

 

#

আমার একাউন্টের ATM কার্ড আমার অভিভাক আমাকে ছাড়া কি উঠাতে পারবে? ব্যাংকিং টাচ প্রশ্ন ব্যাংকে প্রশ্নটি রেখেছেন “মার্জিয়া” । আপনাকে আন্তরিক ধন্যবাদ ব্যাংকি টাচে ভিজট করার জন্য ও ব্যাংকি টাচ প্রশ্ন ব্যাংকে আপনার মূল্যবান প্রশ্নটি রাখার জন্য।

একজন গ্রাহকের একাউন্ট ও একাউন্ট সংক্রান্ত অন্যান্য বিষয় গ্রাহকের মাধ্যমেই পরিচালিত হয়। আপনার একাউন্টের ডেবিট কার্ড সাধারন ভাবে কেবল আপনিই সংগ্রহ করতে পারবেন ও তা সচল করার জন্য রিকয়েস্ট করতে পারবেন। আপনি যদিও একাউন্টের ধরন উল্লেখ করেননি । আমারা সাধারনভাবে সেভিংস্ একউন্ট অর্থাৎ সঞ্চয়ী হিসাব বা স্টুডেন্ট একাউন্ট ধরে নিচ্ছি । আপনার এককভাবে পরিচালিত কোন ব্যাংক অ্যাকাউন্টের ডেবিট কার্ড আপনার পরিবারের অন্য কোন সদস্য সংগ্রহ করতে পারবেনা। এমনকি আপনার নমিনি পর্যন্তও এটি করতে পারবে না ।

তবে বিশেষ কিছু ক্ষেত্রে অনুমোদিত স্বাক্ষরকারী বা যৌথ একাউন্ট এর ক্ষেত্রে অপর হিসাব পরিচালনাকরী পূর্ববর্তী নির্দেশনা প্রদান সাপেক্ষে ব্যাংক থেকে একাউন্ট এর ডেবিট কার্ড সংগ্রহ করতে পারবেন ।

“ব্যাংকিং টাচ” প্রশ্ন ব্যাংকে আপনার মূল্যবান প্রশ্নটি করার জন্য এখানে এখানে ক্লিক করুন.........


0 Comments: