পজিটিভ পে ইনস্ট্রাকশন কি? | What is Positive Pay Instruction?

পজিটিভ পে ইনস্ট্রাকশন কি? | What is Positive Pay Instruction?

 

পজিটিভ পে ইনস্ট্রাকশন কি?

“পজিটিভ পে ইনস্ট্রাকশন” একটি চেক জালিয়াতি প্রতিরোধ মূলক ব্যবস্থ্যা । বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ক্লিয়ারিং চেকের ক্ষেত্রে নির্দিষ্ট এমাউন্টের বা তদুর্ধ লেনদেনের জন্য সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে “পজিটিভ পে ইনস্ট্রাকশন” রাখা বাধ্যতামূলক ।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, বাংলাদেশের সকল ব্যাংক গ্রাহকদের জন্য তাদের ইস্যুকৃত ক্লিয়ারিং চেকের ক্ষেত্রে যেকোনো ধরনের চেক জালিয়াতি প্রতিরোধ করার জন্য নিম্নোক্ত নির্দেশিকা জারি করা হয়েছে ।

ক্লিয়ারিং চেক ইস্যু করার সময়, গ্রাহকদের সংশ্লিষ্ট ব্যাংকের নির্ধারিত চ্যানেলগুলিতে "পজিটিভ পে ইনস্ট্রাকশন" প্রদান করতে হবে। যেমন শাখা/উপশাখা, কল সেন্টার, ইন্টারনেট ব্যাংকিং, এসএমএস ব্যাংকিং ইত্যাদি ।

“পজিটিভ পে ইনস্ট্রাকশন” এর মূল্যমান

সকল কর্পোরেট/প্রোপ্রাইটরশীপ প্রতিষ্ঠানের এক লক্ষ ও তদূর্ধ্ব মূল্যমানের এবং ব্যক্তি হিসাবের পাঁচ লক্ষ ও তদূর্ধ্ব মূল্যমানের চেক পরিশোধের ক্ষেত্রে “পজিটিভ পে ইনস্ট্রাকশন” প্রদান করা বাধ্যতামূলক ।

বিশেষ দ্রষ্টব্য:

·        Paying Bank গ্রাহকের নিকট হতে সম্মতিপত্র বা “পজিটিভ পে ইনস্ট্রাকশন” বিহীন চেক “Advice not Received” কারণ দেখিয়ে ফেরত প্রদান করতে পারবে ।

নিজস্ব প্রতিষ্ঠান বা ব্যক্তির আর্থিক সম্পদের নিরাপত্তার স্বার্থে এ ব্যাপারে সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন।

“পজিটিভ পে ইনস্ট্রাকশনসম্পর্কে বিস্তারিত জানতে সংশ্লিষ্ট ব্যাংকের কল সেন্টার যোগাযোগ করুন । যেকোনো ব্যাংকের কল সেন্টার তথ্য পেতে এখানে ক্লিক করুন.....

 সকল ক্যাটাগরী ব্রাউজ করতে এখানে ক্লিক করুন..... 


এই আর্টিকেলের তথ্য ও বিষয়বস্তু পূর্ব-প্রকাশিত উৎস থেকে গৃহীত হয়েছে বা তার আলোকে সম্পাদিত হয়েছে। উক্ত তথ্যের দায়ভার কোনভাবেই আমাদের নয়। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন..........

All information and data used in this article collected from a pre-published source. We are not responsible for that information. Read details......

আপনার একটু সমর্থনই আমাদের এগিয়ে চলা ও আরও ভাল কিছু করার অনুপ্রেরণা যোগায়। আপনার মূল্যবান সমর্থনটি জানাতে ভিজিট করুন আমাদের সমাজিক যোগযোগের পেজগুলোতে ও লাইক, ফলো ও সাবস্ক্রইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ

ফেসবুক

ইনস্ট্রাগাম

টুইটার

ইউটিউব

কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলুন। বিস্তারিত.......


0 Comments: