“দি সিটি ব্যাংক লিমিটেড” চালু করেছে একটি ব্যতিক্রমধর্মী ডিপিএস স্কীম খোলার সুবিধা । যেখানে প্রচলিত পদ্ধতিতে ডিপিএস স্কিম চালু করার ক্ষেত্রে ব্যাংকের বেঁধে দেওয়া মেয়াদ সূমহের মধ্যেই গ্রাহককে হিসাব পরিচালনা করতে হতো। এই মেয়াদগুলো সাধারনত তিন বছর, পাঁচ বছর, সাত বছর, দশ বছর বা তারও অধিক হয়ে থাকে । তবে ডিপিএস গ্রাহকদের উল্লেখযোগ্য অংশ বিভিন্ন কারনে মেয়াদ পূর্ণ হওয়ার পূর্বেই তার ডিপিএস স্কিম ক্লোজ করে থাকেন। এতে করে গ্রাহক ক্ষতিগ্রস্ত হয়ে থাকে । কারন অধিকাংশ ব্যাংক মেয়াদপূর্তির পূর্বে ডিপিএস ক্লোজ করা হলে সঞ্চয়ী হিসাবের প্রচলিত ইন্টারেস্ট/প্রফিট রেট প্রদান করে থাকে । এবং ১ বছরের পূর্বে স্ক্রিমটি ক্লোজ করা হলে তার জন্য সাধারণভাবে কোন ইন্টারেস্ট/প্রফিট প্রদান করা হয় না ।
সিটি ব্যাংকে ডিপিএস প্রোডাক্ট “গোল বেসড্ ডিপিএস” (Goa Based DPS) প্রচলিত ডিপিএস এর ম্যাচিউরিটি পিরিয়ডের বদ্ধ দেয়াল থেকে বের হয়ে আপনাকে দিচ্ছে স্বাধীনভাবে অর্থ সঞ্চয় করার সুবর্ণ সুযোগ । সিটি ব্যাংকের এই প্রোডাক্টটি আপনাকে দিবে ৬ মাস থেকে ১২০ মাস এর মধ্যে যেকোনো মেয়াদী স্কিম খোলার সুবিধা । এই সুবিধার ফলে আপনি আপনার পছন্দ মত সময় নির্বাচন করে অর্থ সঞ্চয় করতে পারবেন এবং নির্দিষ্ট লক্ষ্য নিয়ে অর্থ সঞ্চয় এর এক সুবর্ণ সুযোগ পাচ্ছেন ।
সিটি ব্যাংকে ডিপিএস প্রোডাক্ট “গোল বেসড্ ডিপিএস” (Goa Based DPS) অন্যান্য সুবিধা ও বৈশিষ্ট্য সমূহ:
·
মাসিক ৫০০/= টাকা থেকে ৫০,০০০/= টাকা পর্যন্ত সঞ্চয়
করা যাবে ।
·
৬ মাস থেকে ১২০ মাস এর মধ্যে যেকোনো মেয়াদী স্কিম
খোলা যাবে ।
·
আমানতের বিপরীতে ক্রেডিট কার্ড/লোন প্রাপ্তির সুবিধা
।
·
পছন্দ অনুযায়ী ইন্সটলমেন্টের দিন নির্ধারণ করার
সুবিধা ।
·
মাসিক ডিপিএস কিস্তি স্বয়ংক্রিয়ভাবে আপনার নিজ নিজ সিটি ব্যাংক কারেন্ট/সেভিংস অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে।
·
দুর্ভাগ্যবশত যদি কখনো ডিপিএস এর ইন্সটলমেন্ট মিস হলে নিকটস্থ যেকোনো ব্রাঞ্চে গিয়ে ডিপোজিট করা যাবে।
·
যদি মাসিক কিস্তি পরপর ৪ (চার) মাস বাকি থাকে তাহলে ডিপিএস স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।
·
নির্ধারিত সময়ের আগে ডিপিএস বন্ধ করতে হলে গ্রাহককে ব্রাঞ্চে যেতে হবে। সেক্ষেত্রে ইন্টারেস্ট রেট ব্যাংক এর নীতিমালা অনুযায়ী প্রযোজ্য হবে।
·
সিটি ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং প্লাটফর্ম “সিটিটাচ” এর মাধ্যমে গ্রাহকগণ ঘরে বসেই এই ডিপিএস একাউন্টটি খুলতে পারবেন। এবং এর জন্য গ্রাহককে ব্রাঞ্চে যাওয়ার প্রয়োজন হবে না ।
· ডিপিএস স্কিম এর ইনস্টলমেন্ট সংক্রান্ত তথ্য সিটিটাচ থেকে সার্বক্ষণিক মনিটরিং করা যাবে ।
-
ইন্টারেস্ট/প্রফিট রেট ব্যাংকের প্রচলিত হারে প্রদান করা হবে এবং সিটি থেকে হিসাব খোলার ক্ষেত্রে স্ক্রিনে চলমান ইন্টারেস্ট/প্রফিট
হার প্রদর্শিত হবে ।
- ইন্সটলমেন্ট মিস হলে ব্যাংকের নির্ধারিত পেনাল্টি
চার্জ অনুযায়ী জরিমানা প্রদান করতে হবে ।
- ডিপিএস হিসাব পরিচালনার জন্য সিটি ব্যাংকের সাথে সেভিংস/কারেন্ট একাউন্ট থাকা বাধ্যতামূলক ।
এ বিষয়ে আরও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন সিটি ব্যাংক কল সেন্টারে। সিটি ব্যাংক কল সেন্টারের যোগাযোগের নম্বর পেতে এখানে ক্লিক করুন.....
► সকল ক্যাটাগরী ব্রাউজ করতে এখানে ক্লিক করুন..... ⟲ |
এই আর্টিকেলের তথ্য ও বিষয়বস্তু পূর্ব-প্রকাশিত উৎস থেকে গৃহীত হয়েছে বা তার আলোকে সম্পাদিত হয়েছে। উক্ত তথ্যের দায়ভার কোনভাবেই আমাদের নয়। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন.......... All information and data used in this article collected from a pre-published source. We are not responsible for that information. Read details...... | |||
আপনার একটু সমর্থনই আমাদের এগিয়ে চলা ও আরও ভাল কিছু করার অনুপ্রেরণা যোগায়। আপনার মূল্যবান সমর্থনটি জানাতে ভিজিট করুন আমাদের সমাজিক যোগযোগের পেজগুলোতে ও লাইক, ফলো ও সাবস্ক্রইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ | |||
কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলুন। বিস্তারিত....... |
0 Comments: